ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩০৯
রোযার অধ্যায়
কিছু প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হবে, কিছু বের হলে নয়
(১৩০৯) ইবন আব্বাস রা. বলেন, সিয়াম নষ্ট বা ভঙ্গ হবে কিছু প্রবেশ করলে, কিছু বের হলে সিয়াম ভঙ্গ হয় না।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما: الفطر (الصوم) مما دخل وليس مما خرج
tahqiqতাহকীক:তাহকীক চলমান