ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৪৮
রোযার অধ্যায়
ই'তিকাফকারী শুধুমাত্র প্রয়োজনে ছাড়া বাড়িতে প্রবেশ করবেন না
(১৩৪৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না।
كتاب الصيام
عن عائشة رضي الله عنها مرفوعا: كان لا يدخل البيت إلا لحاجة إذا كان معتكفا