ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৭৩
হজ্ব - উমরার অধ্যায়
কিরান হজ্জ
(১৪৭৩) তাবিয়ি সুবাই ইবন মা'বাদ তাগলিবি১ থেকে বর্ণিত, তিনি হজ্জ ও উমরার জন্য একত্রে তালবিয়া বলেন (কিরান করেন)। পরে তিনি বিষয়টি উমার রা.কে জানান। তখন উমার রা. বলেন, তুমি তোমার নবী (ﷺ) এর সুন্নত পালনের তাওফীক পেয়েছ।
كتاب الحج
عن الصبي بن معبد التغلبي أنه أهل بالحج والعمرة جميعا فذكر ذلك لعمر رضي الله عنه فقال هديت لسنة نبيك صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান