ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৭৮
হজ্ব - উমরার অধ্যায়
কিরানকারী দুইবার তাওয়াফ করবেন ও দুইবার সাঈ করবেন
(১৪৭৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ ও উমরাহ একত্র (কিরান) করেছিলেন। তখন তিনি উভয়ের জন্য একটিমাত্র তাওয়াফ করেছিলেন।
كتاب الحج
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قرن الحج والعمرة فطاف لهما طوافا واحدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান