ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৯৩
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জের একটি কর্মকে আরেকটি কর্মের আগে আদায় করার বিধান
(১৪৯৩) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেউ তার হজ্জের কোনো কর্মকাণ্ড ভুলে যায় বা পরিত্যাগ করে তাহলে সে যেন (ক্ষতিপূরণ হিসেবে) পশু জবাই করে।
كتاب الحج
عن عبد الله بن عباس رضي الله عنهما قال: من نسي من نسكه شيئا أو تركه فليهرق دما