ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫০৩
হজ্ব - উমরার অধ্যায়
ইহরামকারী শিকার করলে তার ক্ষতিপূরণ হবে শিকারের আকৃতি অনুসারে
(১৫০৩) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইহরামরত ব্যক্তি যদি উটপাখির ডিম শিকার করে তাহলে তাকে এর মূল্য ফিদইয়া হিসাবে প্রদান করতে হবে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: في بيض النعام يصيبه المحرم ثمنه