ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫০৮
হজ্ব - উমরার অধ্যায়
পোষা বন্যপ্রাণি যদি ইহরামকারীর নিকট থাকে এবং ইহরামকারীর জন্য শিকারের গোশত ভক্ষণ করা যদি তার জন্য শিকার করা না হয়
(১৫০৮) তাবিয়ি মুজাহিদ ইবন জাবর (২১-১০৪ হি.) বলেন, আলী রা. (৪০ হি.) তার কতিপয় সঙ্গীর সাথে পোষ মানানো বন্য শিকার দেখতে পান। তখন তারা ইহরাম অবস্থায় ছিলেন। তিনি তাদেরকে সেগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেন নি।
كتاب الحج
عن مجاهد أن عليا رضي الله عنه رأى مع بعض أصحابه داجنا من الصيد وهم محرمون فلم يأمرهم بإرساله
tahqiqতাহকীক:তাহকীক চলমান