আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪৮৩
আন্তর্জাতিক নং: ৫৯০৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১২৭. কোঁকড়ানো চুল।
৫৪৮৩। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এর চুল (কোন কোন সময়) কাঁধ পর্যন্ত লম্বা হত।
كتاب اللباس
باب الْجَعْدِ
5904 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، «كَانَ يَضْرِبُ شَعَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْكِبَيْهِ»