ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৫০
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫০) আনাস ইবন মালিক রা. বলেন, (কতিপয় সাহাবি আল্লাহর সন্তুষ্টি ও বেলায়াত অর্জনের জন্য সারারাত জেগে তাহাজ্জুদ আদায়, সর্বদা নফল সিয়াম পালন, গোশত বৰ্জন, বিছানায় শয়ন বর্জন ও বিবাহ বর্জন করার ইচ্ছা প্রকাশ করেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) অত্যন্ত অসন্তুষ্ট হন। তাদেরকে সতর্ক করার জন্য বক্তৃতার শুরুতে) রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা করেন এবং তাঁর গুণকীর্তন করেন। এবং তিনি বলেন, কিন্তু আমি (রাত্রে কিছু সময় জেগে তাহাজ্জুদের) সালাত আদায় করি এবং (কিছু সময়) ঘুমাই, আমি মাঝেমাঝে নফল সিয়াম পালন করি এবং মাঝেমাঝে নফল সিয়াম পালন থেকে বিরত থাকি এবং আমি বিবাহ করি । (এই মধ্যপন্থাই হল আমার সুন্নত বা রীতি) এবং যে ব্যক্তি আমার সুন্নত বা রীতিকে অপছন্দ করে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই।
كتاب النكاح
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم... حمد الله وأثنى عليه وقال... لكني أصلي وأنام وأصوم وأفطر وأتزوج النساء فمن رغب سنتي فليس مني