আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৮৯
আন্তর্জাতিক নং: ৫৯১৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১২৮. মাথার চুল জট করা।
৫৪৮৯। আবুল ইয়ামান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উমর (রাযিঃ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি চুল জট করে, সে যেন তা মুড়িয়ে ফেলে। আর তোমরা মাথার চুল জটকারীদের ন্যায় জট করো না। ইবনে উমর (রাযিঃ) বলতেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে চুল জট করা অবস্থায় দেখেছি।
كتاب اللباس
باب التَّلْبِيدِ
5914 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: «مَنْ ضَفَّرَ فَلْيَحْلِقْ، وَلاَ تَشَبَّهُوا بِالتَّلْبِيدِ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُلَبِّدًا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)