ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৭৯
বিবাহ-শাদীর অধ্যায়
দুগ্ধপানের কারণে যে সকল মহিলাকে বিবাহ করা নিষেধ
(১৫৭৯) ইবন আব্বাস রা. ও আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রক্ত সম্পর্কের কারণে যেরূপ বিবাহ নিষিদ্ধ হয় দুগ্ধপানের কারণেও তদ্রূপ বিবাহ নিষিদ্ধ হয়।
كتاب النكاح
عن ابن عباس وعائشة رضي الله عنهم مرفوعا: يحرم من الرضاعة ما يحرم من النسب
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)