ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৯১
বিবাহ-শাদীর অধ্যায়
অস্থায়ী বিবাহ হারাম
(১৫৯১) আলী রা. বলেন, খাইবারের দিনে রাসূলুল্লাহ (ﷺ) অস্থায়ীভাবে মেয়েদেরকে বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশত ভক্ষণ করতে নিষেধ করেন।
كتاب النكاح
عن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم: نهى عن متعة النساء يوم خيبر وعن أكل لحوم الحمر الإنسية
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)