ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০৯
বিবাহ-শাদীর অধ্যায়
সর্বনিম্ন মোহর, কখন ওয়াজিব হবে, মোহর ও খোরপোষ সংক্রান্ত বিষয়াদি
(১৬০৯) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, প্রত্যেক তালাকপ্রাপ্তা মহিলাই ভরণপোষণ পাবেন, একমাত্র ব্যতিক্রম হল সেই মহিলা যাকে মোহর নির্ধারণ করে বিবাহ করা হয়েছে এবং তাকে স্পর্শ করার পূর্বেই তাকে তালাক দেওয়া হয়েছে । তার জন্য নির্ধারিত মোহরের অর্ধেকই যথেষ্ট।
كتاب النكاح
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: لكل مطلقة متعة إلا التي تطلق وقد فرض لها صداق ولم تمسس فحسبها نصف ما فرض لها
tahqiqতাহকীক:তাহকীক চলমান