ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬১৪
বিবাহ-শাদীর অধ্যায়
মালিকের অনুমতি ব্যতিরেকে যে দাস বিবাহ করবে
(১৬১৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিজ মালিকের অনুমতি ব্যতিরেকে যদি কোনো দাস বিবাহ করে তাহলে সে ব্যভিচারী বলে গণ্য হবে ।
كتاب النكاح
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا: أيما عبد تزوج بغير إذن سيده فهو عاهر