ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬১৮
বিবাহ-শাদীর অধ্যায়
শুধুমাত্র স্ত্রী ইসলাম গ্রহণ করলে তার বিবাহের বিধান
(১৬১৮) ইবন আব্বাস রা. বলেন, যদি কোনো ইয়াহুদি বা খ্রিস্টানের স্ত্রী ইয়াহুদি বা খ্রিস্টান নারী ইসলাম গ্রহণ করেন তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন করে তাদেরকে পৃথক করে দিতে হবে। ইসলাম বিজয়ী হয় কিন্তু বিজিত হয় না । (অর্থাৎ মুসলিম পুরুষ ইয়াহুদি বা খ্রিস্টান নারী বিবাহ করতে পারে কিন্তু মুসলিম নারীকে ইয়াহুদি বা খ্রিস্টান পুরুষ বিবাহ করতে পারে না)।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما قال: إذا أسلمت اليهودية أو النصرانية تحت اليهودي أو النصراني يفرق بينهما الإسلام يعلو ولا يعلى