ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৩৬
বিবাহ-শাদীর অধ্যায়
মিলনের আদব
(১৬৩৬) আব্দুল্লাহ রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথারূপে বর্ণিত, তোমাদের কেউ যখন স্ত্রীগমন করে তখন যেন সে আড়াল করে। সে যেন গাধার মতো উন্মুক্ত না হয়।
كتاب النكاح
عن عبد الله رضي الله عنه مرفوعا: إذا أتى أحدكم أهله فليستتر ولا يتجرد تجرد العير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৩৬ | মুসলিম বাংলা