ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭০০
তালাক - ডিভোর্স অধ্যায়
‘যিহার'র কাফফারা দেওয়ার পূর্বেই যে স্ত্রীর সাথে মিলিত হয়
(১৭০০) তাবিয়ি ইকরিমা আব্দুল্লাহ ইবন আব্বাস রা. থেকে বর্ণনা করেন, একব্যক্তি তার স্ত্রীকে যিহার করে। এরপর সে স্ত্রীতে উপগত হয়। তখন সে নবী (ﷺ) এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রীকে যিহার করি এবং কাফফারা দেওয়ার পূর্বেই তার সাথে মিলিত হই। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তোমাকে যে কাফফারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তা আদায় না করা পর্যন্ত তার নিকটবর্তী হবে না।
كتاب الطلاق
عن عكرمة عن ابن عباس رضي الله عنهما أن رجلا أتى النّي صلى الله عليه وسلم قد ظاهر من امرأته فوقع عليها فقال: يا رسول الله إني ظاهرت من امرأتي فوقعت قبل أن أكفر قال: فلا تقربها حتى تفعل ما أمر الله
হাদীসের ব্যাখ্যা:
স্ত্রীকে ছেড়ে দেওয়ার বা হারাম করার উদ্দেশ্যে 'তুমি আমার জন্য আমার মায়ের পিঠের সমতুল্য' বা অনুরূপ বাক্যাদি বলাকে যিহার বলা হয়। আরবরা জাহিলি যুগে এভাবে স্ত্রীকে তালাক দিত। ইসলামে একথা বলার জন্য কাফফারার ব্যবস্থা করা হয়েছে। (অনুবাদক)