ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭১৪
তালাক - ডিভোর্স অধ্যায়
স্থায়ী (তিন বা বায়িন) তালাকপ্রাপ্তা এবং বিধবা ইদ্দতের সময় স্বামীর বাড়ি ছাড়া কোথাও রাত্রি যাপন করবেন না
(১৭১৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, স্থায়ী তালাক (অর্থাৎ তিন তালাক বা বায়িন তালাক) প্রাপ্তা স্ত্রী এবং স্বামীর মৃত্যুর পরে বিধবা স্ত্রী ইদ্দত পালনের সময়ে তার স্বামীর গৃহ ছাড়া অন্য কোথাও অবস্থান বা রাত্রিযাপন করবে না।
كتاب الطلاق
عن ابن عمر رضي الله عنهما كان يقول: لا تبيت المبتوتة ولا المتوفى عنها إلا في بيت زوجها
হাদীসের ব্যাখ্যা:
আহমাদ ফুরাইআ বিনতু মালিক রা. থেকে উদ্ধৃত করেছেন যে, স্বামীর মৃত্যুর পরে ইদ্দত পালন কালে বিধবাকে স্বামীর গৃহে অবস্থানের জন্য রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন। তিরমিযি, হাকিম ও ইবন হিব্বান হাদীসিটকে সহীহ বলেছেন ।