ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৫২
শপথ ও মান্নতের অধ্যায়
নিরর্থক শপথ
(১৭৫২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, কোনো মানুষ যদি কোনো বিষয়কে সঠিক ও সত্য জেনে শপথ করে, কিন্তু পরে দেখা যায় যে, তার ধারণা ভুল ছিল, তবে সেই শপথ হল 'নিরর্থক শপথ'।
كتاب الأيمان والنذور
عن أبي هريرة رضي الله عنه أنه كان يقول: لغو اليمين حلف الإنسان على الشيء يظن أنه الذي حلف عليه فإذا هو غير ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান