ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৫৯
শপথ ও মান্নতের অধ্যায়
শপথে 'ইনশাআল্লাহ' বলা
(১৭৫৯) ইবন উমার রা. বলেন, প্রত্যেক ‘ইনশাআল্লাহ' যা শপথের সাথে সংযুক্ত নয় তার কর্তা পাপী হবে (শপথের সাথে সাথে ‘ইনশাআল্লাহ' না বলে পরে বললে তাতে শপথের দায়িত্ব নষ্ট হবে না। বরং শপথ পালন না করলে শপথকারী পাপী হবে)।
كتاب الأيمان والنذور
عن ابن عمر رضي الله عنهما قال: كل استثناء غير موصول فصاحبه حانث
tahqiqতাহকীক:তাহকীক চলমান