ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৭৩
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
রাষ্ট্রপ্রধান বা বিচারকের নিকট মামলা পৌছানোর পরে 'হদ্দ' বা অপরাধের শরীআত নির্ধারিত শাস্তি বন্ধের সুপারিশ করার ভয়াবহতা
(১৭৭৩) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার সুপারিশের কারণে আল্লাহর কোনো নির্ধারিত শাস্তি রহিত হল সে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হল। এবং যে ব্যক্তি কোনো মুমিনের বিষয়ে এমন কথা বলবে যা তার মধ্যে নেই (মিথ্যা অপবাদ দেবে) তাকে আল্লাহ জাহান্নামে জাহান্নামিদের রক্তপূঁজ ও ময়লার পঙ্কে রেখে দেবেন যতক্ষণ না সে তার কথার দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পথ বের করবে ।
كتاب الحدود
عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعا: من حالت شفاعته دون حد من حدود الله فقد ضاد الله ومن قال في مؤمن ما ليس فيه أسكنه الله ردغة الخبال حتى يخرج مما قال
হাদীসের ব্যাখ্যা:
ইসলামি বিচারে শাস্তি দুই প্রকার: এক প্রকার অপরাধের শাস্তি কুরআন ও হাদীস দ্বারা নির্ধারিত। এগুলোকে 'হদ্দ' বলা হয়। যেমন মদপান, ব্যভিচার, চুরি, মিথ্যা অপবাদ ইত্যাদির শাস্তি। অন্য প্রকারের শাস্তি যা নির্ধারিত নয়। বিচারক পরিবেশ, প্রয়োজন ও অবস্থা অনুসারে কমবেশি করতে পারেন। এগুলোকে তা'যীর বলা হয়। (অনুবাদক)