ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৮১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সন্দেহের কারণে ‘হদ্দ' বা নির্ধারিত শাস্তি প্রতিহত করা (benefit of doubt)
(১৭৮১) তাবিয়ি ইবরাহীম নাখায় (৯৫ হি.) বলেন, উমার রা. বলেছেন, হদ্দ বা শরীআত নির্ধারিত শাস্তিগুলোকে মুসলিমগণের থেকে প্রতিহত করবে। কারণ শাসক বা বিচারকের জন্য ভুল করে শাস্তি দেওয়ার চেয়ে ভুল করে ক্ষমা করা উত্তম । সুতরাং মুসলিমকে শাস্তি থেকে রক্ষা করার কোনো সুযোগ তোমরা তার শাস্তি রহিত করবে।
كتاب الحدود
عن إبراهيم النخعي عن عمر رضي الله عنه أنه قال: ادرءوا الحدود عن المسلمين ما استطعتم فإن الإمام أن يخطئ في العفو خير من أن يخطئ في العقوبة فإذا وجدتم للمسلم مخرجا فادرؤوا عنه