ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৮৭
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হদ্দ বা শরীআতি শাস্তির মাধ্যমে কৃত অপরাধের আংশিক মার্জনা, পূর্ণ ক্ষমার জন্য তাওবার প্রয়োজন
(১৭৮৭) আবু হুরাইরা রা. একজন চোরের শাস্তি প্রদানের ঘটনা বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা একে নিয়ে যাও, এর হাত কেটে দাও, অতঃপর রক্ত বন্ধ করো এবং তারপর আমার কাছে নিয়ে এসো । তখন লোকটির হাত কাটা হল এবং পরে তাঁর নিকট আনয়ন করা হল । তিনি বলেন, তুমি আল্লাহর কাছে তাওবা করো । লোকটি বলল, আমি তওবা করলাম। তখন তিনি বললেন, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন ।
كتاب الحدود
عن أبي هريرة رضي الله عنه مرفوعا في قصة السارق: اذهبوا به فاقطعوه ثم الحسموه ثم ايتوني به فقطع ثم أتي به فقال: تب إلى الله فقال: تبت إلى الله فقال: تاب الله عليك
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উভয় হাদীসের সমন্বিত অর্থ হল, শাস্তির ফলে পাপের আংশিক মার্জনা হয় । পরিপূর্ণ মার্জনার জন্য তাওবা প্রয়োজন। তাওবার অর্থ হল পাপের জন্য অনুতপ্ত হওয়া । আল্লাহই ভালো জানেন ।