ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮১৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
অমুসলিম বিবাহিত ব্যক্তি ‘মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত’ বলে গণ্য নয় এবং তাকে রজম করা হবে না। ইয়াহুদিকে রজম করার ব্যাখ্যা
(১৮১৬) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ‘মুহসান' বা 'রজমযোগ্য বিবাহিত' বলে গণ্য নয় ।
كتاب الحدود
عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم: من أشرك بالله فليس بمحصن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮১৬ | মুসলিম বাংলা