ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮২১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ব্যভিচার ও ব্যভিচারের অপবাদের জন্য ক্রীতদাসের শাস্তি অর্ধেক আর যাকে অপরাধে বাধ্য করা হবে তার শাস্তি হবে না
(১৮২১) আব্দুল্লাহ ইবন আইয়াশ ইবন আবী রাবীআ মাখযুমি রা. বলেন, কুরাইশ গোত্রের কতিপয় যুবকের সাথে আমাকে উমার ইবনুল খাত্তাব রা. নির্দেশ দেন; তার নির্দেশে আমরা রাষ্ট্রীয় মালিকানার কিছু দাসীকে ব্যভিচারের জন্য শাস্তি প্রদান করি, প্রত্যেককে ৫০ বেত্রাঘাত করে।
كتاب الحدود
عن عبد الله بن عياش بن أبي ربيعة المخزومي قال: أمرني عمر بن الخطاب في فتية من قريش فجلدنا ولائد من ولائد الإمارة خمسين خمسين في الزنا