আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৫১৫
আন্তর্জাতিক নং: ৫৯৪০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১৪৪. পরচুলা লাগানো।
৫৫১৫। মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে নারী পরচুলা লাগায় আর অপরকে পরচুলা লাগিয়ে দেয়, এবং উল্কি উৎকীর্ণকারী নারী এবং যে উৎকীর্ণ করে, আল্লাহর নবী (ﷺ) তাদের অভিশাপ করেছেন।
كتاب اللباس
باب الْمَوْصُولَةِ
5940 - حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)