ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৪৯
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
পাখি চুরিতে কর্তন নেই
(১৮৪৯) উসমান রা. বলেন, পাখির কারণে কর্তন নেই।
كتاب الحدود
عن عثمان رضي الله عنه قال: لا قطع في الطير
tahqiqতাহকীক:তাহকীক চলমান