ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৫৯
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হদ্দ ছাড়া অন্যান্য ক্ষেত্রে সম্মানিত মানুষদের ত্রুটি মার্জনা করা
(১৮৫৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমাজের মর্যাদাসম্পন্ন মানুষদের সাধারণ ভুলত্রুটি পদস্খলন ক্ষমা করবে, তবে হদ্দ বা শরীআত নির্ধারিত শাস্তির ক্ষেত্রে নয়।
كتاب الحدود
عن عائشة رضي الله عنها مرفوعا: أقيلوا ذوي الهيئات عثراتهم إلا الحدود