ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৬১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হদ্দ প্রয়োগে সীমালঙ্ঘন
(১৮৬১) তাবিয়ি আমির ইবন শারাহীল শা'বি (১০৪ হি.) বলেন, কোনো তা'যীরের পরিমাণ চল্লিশ বেত্রাঘাত পর্যন্ত পৌঁছাতে পারবে না (এর কম হতে হবে) ৷
كتاب الحدود
عن الشعبي قال : لا يبلغ بالتعزير أربعون جلدة