ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৬৬
জিহাদ অধ্যায়
আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা
(১৮৬৬) সাহল ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর পথে (জিহাদের জন্য) বিকালে পথ চলা এবং সকালে পথ চলা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম।
كتاب الجهاد
عن سهل بن سعد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الروحة والغدوة في سبيل الله أفضل من الدنيا وما فيها
tahqiqতাহকীক:তাহকীক চলমান