ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৭৫
জিহাদ অধ্যায়
শত্রুর দেশ থেকে হিজরত বা দেশত্যাগ করা
(১৮৭৫) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুহাজির অর্থাৎ হিজরত বা দেশত্যাগকারী তো সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করেছে।
كتاب الجهاد
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: والمهاجر من هجر ما نهى الله عنه