ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৯৩
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯৩) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধের বাহিনী প্রেরণের সময় নির্দেশনার মধ্যে বলতেন, ...এবং তোমরা (যুদ্ধের মধ্যে) কোনো দুর্বল বৃদ্ধকে হত্যা করবে না।
كتاب الجهاد
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: ولا تقتلوا شيخا فانيا