ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯০৬
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৬) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘নফল' বা অতিরিক্ত প্রদানের ক্ষেত্রে ঘোড়ার জন্য দুইভাগ এবং ব্যক্তির জন্য একভাগ প্রদান করেন।
كتاب الجهاد
عن عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قسم في النفل للفرس سهمين وللرجل سهما
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)