ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯১২
জিহাদ অধ্যায়
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১২) ইবন উমার রা. বলেন, আমরা আমাদের যুদ্ধাভিযানসমূহের মধ্যে (কাফিরদের পরিত্যক্ত গনীমতের মধ্যে) মধু এবং আঙ্গর, পেতাম। সেগুলো আমরা খেয়ে নিতাম, (বণ্টনযোগ্য) গনীমতের মালের মধ্যে জমা দিতাম না।
كتاب الجهاد
عن ابن عمر رضي الله عنهما قال: كنا نصيب في مغازينا العسل والعنب فنأكله ولا نرفعه... فلم يؤخذ منهم الخمس
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)