ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯২১
জিহাদ অধ্যায়
নফল বা অতিরিক্ত অনুদান
(১৯২১) মা'ন ইবন ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একপঞ্চমাংশের পূর্বে নফল বা অতিরিক্ত অনুদান নেই।
كتاب الجهاد
عن معن بن يزيد رضي الله عنه مرفوعا: لا نفل إلا بعد الخمس
tahqiqতাহকীক:তাহকীক চলমান