ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯২৪
জিহাদ অধ্যায়
অনির্ধারিত অনুদান ছাড়া কাফিরের জন্য কোনো অংশ নেই এবং যুদ্ধে কাফিরদের সহযোগিতা গ্রহণ মাকরূহ
(১৯২৪) আয়িশা রা. বলেন, (বদরের যুদ্ধে একজন কাফির কুরাইশদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করতে চাইলে তাকে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করি না।
كتاب الجهاد
عن عائشة رضي الله عنها مرفوعا: لن أستعين بمشرك
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৯২৪ | মুসলিম বাংলা