ফিকহুস সুনান ওয়াল আসার

১৩. রাষ্ট্র ও প্রশাসন

হাদীস নং: ১৯৬২
রাষ্ট্র ও প্রশাসন
নারী ও শিশুর নেতৃত্ব বা দায়িত্ব গ্রহণ অপছন্দনীয়
(১৯৬২) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সম্প্রদায় তাদের কর্মকাণ্ডের নেতৃত্ব কোনো নারীর হাতে অর্পণ করে সেই সম্প্রদায় কখনোই সফলতা লাভ করে না।
كتاب الخلافة و الإمارة
عن أبي بكرة رضي الله عنه مرفوعا: لن يفلح قوم ولوا أمرهم امراة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)