ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৩০
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বিক্রয়ের সাথে শর্ত, এক বিক্রয়ে দুই শর্ত, যিম্মাদারি গ্রহণ ছাড়া লাভ এবং বিক্রেতার নিকট যা নেই তা বিক্রয় করা বৈধ নয়
(২০৩০) আবু হানীফা রাহ. বলেন, আমাকে আমর ইবন শুআইব বলেছেন, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন বিক্রয় ও শর্ত একত্রিত করতে ।
كتاب البيوع
عن أبي حنيفة قال: حدثني عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع وشرط

হাদীসের ব্যাখ্যা:

মুহাম্মাদ তাহির পাটনি (৯৮১ হি.) তার ‘মাজমাউল বিহার' নামক গ্রন্থে বলেছেন, অধিকাংশের মতে বিক্রয়ের সাথে কোনো প্রকার শর্তারোপই নিষিদ্ধ, একটি শর্ত হোক বা দুইটি শর্ত হোক। গ্রন্থকার বলেন, উপরের হাদীসে ‘দুইটি শর্ত' বলতে বিক্রয়ের সাথে সমঞ্জস ও অসমঞ্জস চুক্তি বোঝানো হয়েছে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান