ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৪৩
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৩) আবু মাসউদ আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন এবং গণকের পারিশ্রমিক থেকে নিষেধ করেছেন।
كتاب البيوع
عن أبي مسعود الأنصاري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن.