ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৪৬
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য নিষিদ্ধ করেছেন, প্রশিক্ষিত (শিকারি) কুকুর বাদে।
كتاب البيوع
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا: نهى عن ثمن الكلب إلا الكلب المعلم.