ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৪৮
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৮) আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত, একব্যক্তি একটি শিকারি কুকুর হত্যা করে, এজন্য তিনি চল্লিশ দিরহাম জরিমানা প্রদানের রায় প্রদান করেন। আর পশুপাল রক্ষায় নিয়োজিত কুকুরের বিষয়ে তিনি একটি ভেড়া জরিমানা প্রদানের রায় প্রদান করেন।
كتاب البيوع
عن عبد الله بن عمرو رضي الله عنه أنه قضى في كلب صيد قتله رجل بأربعين درهما وقضى في كلب ماشية بكبش
tahqiqতাহকীক:তাহকীক চলমান