আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৫৪১
আন্তর্জাতিক নং: ৫৯৬৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১৫৯. সওয়ারী জানোয়ারের মালিক অন্যকে সামনে বসাতে পারে কি না? কেউ কেউ বলেছেন, জানোয়ারের মালিক সামনে বসার বেশী হকদার, তবে যদি কাউকে সে অনুমতি দেয়, তবে তা ভিন্ন কথা।
৫৫৪১। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আইয়ুব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তিন ব্যক্তির আরোহণ নিন্দনীয় হওয়ার কথা ইকরিমা রাহঃ এর কাছে উল্লেখ করা হলে তিনি (এর খণ্ডনে) বলেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় আসেন, তখন তিনি কুসামকে (তার সওয়ারীর) সামনে ও ফযলকে পশ্চাতে বসান। অথবা কুসামকে পশ্চাতে ও ফযলকে সামনে বসান। এখন তাদের মধ্যে কে মন্দ অথবা কে ভাল? (অর্থাৎ এটি ভালো মন্দের নির্ণয়ক কিছু নয় এবং বাহনে তিন ব্যক্তির আরোহণ জায়েয আছে)।
كتاب اللباس
باب حَمْلِ صَاحِبِ الدَّابَّةِ غَيْرَهُ بَيْنَ يَدَيْهِ وَقَالَ بَعْضُهُمْ صَاحِبُ الدَّابَّةِ أَحَقُّ بِصَدْرِ الدَّابَّةِ، إِلاَّ أَنْ يَأْذَنَ لَهُ
5966 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ: - ذُكِرَ شَرُّ الثَّلاَثَةِ عِنْدَ - عِكْرِمَةَ، فَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَمَلَ قُثَمَ بَيْنَ يَدَيْهِ، وَالفَضْلَ خَلْفَهُ، أَوْ قُثَمَ خَلْفَهُ، وَالفَضْلَ بَيْنَ يَدَيْهِ. فَأَيُّهُمْ شَرٌّ أَوْ أَيُّهُمْ خَيْرٌ؟»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)