ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০১
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারকদেরকে কড়াকড়ি করতে হবে, ন্যায়বিচারের দায়িত্বে অবহেলার পরিণাম এবং যথাযথভাবে দায়িত্ব পালনের পুরস্কার
(২১০১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন ন্যায়পরায়ণ বিচারককে ডেকে বিচার করা হবে। সে এত কঠিন বিচারের সম্মুখীন হবে যে, সে কামনা করবে, জীবনে যদি দুজন মানুষের মধ্যেও বিচার না করত!
كتاب القضاء
عن عائشة رضي الله عنها مرفوعا يقول: يدعى بالقاضي العادل يوم القيامة فيلقى من شدة الحساب ما يتمنى أنه لم يقض بين اثنين في عمره
tahqiqতাহকীক:তাহকীক চলমান