ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১১২
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারপদ্ধতি, প্রশাসন ও বিচারের পরিচালনার নিয়মনীতি
(২১১২) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যেন রাগান্বিত থাকা অবস্থায় দুইজনের মধ্যে বিচার ফয়সালা না করে।
كتاب القضاء
عن أبي بكرة رضي الله عنه مرفوعا: لا يحكم أحد بين اثنين وهو غضبان