ফিকহুস সুনান ওয়াল আসার

২০. সাক্ষ্য-শুনানির বিধান

হাদীস নং: ২১৩১
সাক্ষ্য-শুনানির বিধান
ইয়াহুদি-খ্রিস্টানদের সাক্ষ্য
(২১৩১) তাবিয়ি ইবন সীরীন বলেন, ( বাহরাইনের গভর্নর) কুদামা ইবন মাযউনের বিরুদ্ধে আলকামা নামক একজন খোজা দাসের সাক্ষ্য উমার রা. গ্রহণ করেন।
كتاب الشهادة
عن ابن سيرين أن عمر رضي الله عنه أجاز شهادة علقمة الخصي على ابن مظعون
tahqiqতাহকীক:তাহকীক চলমান