ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৭৫
হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদিয়া উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়া
(২১৭৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কাউকে চাওয়া ব্যতিরেকেই কোনো সম্পদ প্রদান করা হয়, তবে সে যেন তা গ্রহণ করে; কারণ তা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রিযিক মাত্র।
كتاب الهبة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أعطي مالا من غير مسألة فليقبله فإنما هو رزق رزقه الله عز وجل.
tahqiqতাহকীক:তাহকীক চলমান