ফিকহুস সুনান ওয়াল আসার
২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে
হাদীস নং: ২২০৭
মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে
এক দিরহাম বাকি থাকা পর্যন্ত মুক্তিচুক্তিবদ্ধ (মুকাতিব) দাস থাকবে
(২২০৭) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুকাতিব বা মুক্তিচুক্তিতে আব্দ্ধ ক্রীতদাসের চুক্তির একটি দিরহাম বাকি থাকা পর্যন্ত সে দাস থাকবে।
كتاب المكاتب والولاء
عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال: المكاتب عبد ما بقي عليه من مكاتبته درهم.