ফিকহুস সুনান ওয়াল আসার
২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
হাদীস নং: ২২২২
জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
ক্রীতদাসের দাওয়াত কবুল করা
(২২২২) বুরাইদা রা. বলেন, সালমান ফারসি রা. ক্রীতদাস থাকা অবস্থায় যে হাদিয়া বা উপহার রাসূলুল্লাহ (ﷺ) কে প্রদান করেন তা রাসূলুল্লাহ (ﷺ) গ্রহণ করেছিলেন।
كتاب الإكراه والحجر والمأذون
عن بريدة رضي الله عنه أنه صلى الله عليه وسلم قبل هدية سلمان رضي الله عنه حين كان عبدا.