ফিকহুস সুনান ওয়াল আসার

৩২. ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল

হাদীস নং: ২২৪৩
ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল
ভাগচাষ ও বর্গাপ্রথার বৈধতা
(২২৪৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের সম্পত্তি খাইবারবাসীদেরকে এই চুক্তিতে বর্গা প্রদান করেন যে, তা থেকে ফল বা ফসল যা কিছু উৎপন্ন হবে তা আধাআধি ভাগ হবে।
کتاب المزارعة والمساقاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم عامل أهل خيبر بشطر ما يخرج منها من تمر أو زرع.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)