ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৫২
জবাইয়ের নিয়মাবলি
কোনো মুসলিম যদি জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যান
(২২৫২) সাল্‌ত নামক একজন তাবিয়ি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের জবাইকৃত পশু হালাল, সে আল্লাহর নাম যিকির করুক অথবা নাই করুক।
كتاب الذبائح
عن الصلت مرفوعا: ذبيحة المسلم حلال ذكر اسم الله أو لم يذكر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, 'জবাইয়ের সময় আল্লাহর নাম যিকির না করলেও জবাইকৃত পশু বৈধ হওয়া'র যে বিষয়টি এই হাদীস থেকে জানা যাচ্ছে তা শুধুমাত্র ‘অনিচ্ছাকৃতভাবে আল্লাহর নাম নিতে ভুলে যাওয়ার' ক্ষেত্রে প্রযোজ্য হবে । কারণ উপরের হাদীসে স্পষ্টতই ‘ভুলে যাওয়ার' কথা বলা হয়েছে । এছাড়া কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে: يذكر اسم الله عليه ‘এবং যাতে আল্লাহর নাম নেয়া হয় নি তা কিছুই ভক্ষণ করবে না'।** এই আয়াত থেকে স্পষ্টতই জানা যায় যে, জবাইয়ের সময় আল্লাহর নাম নেয়া না হলে তা ভক্ষণ করা যাবে না। কাজেই 'নাম নেয়া না হলেও ভক্ষণ করা যাবে' মর্মের হাদীসগুলোকে শুধু 'ভুলের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৫২ | মুসলিম বাংলা